চট্টগ্রাম নাগরিক ফোরামের দাবি পবিত্র রমজানে নিরবিচ্ছিন্নভাবে চট্টগ্রামে পানি সরবরাহ নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শুক্রবার, ২০২৪ মার্চ ০৮, ০৭:৫০ অপরাহ্ন

আসন্ন পবিত্র রমজান মাসে সমগ্র চট্টগ্রামে মুসলমানদের সিয়াম-সাধনার সময় নিরবিচ্ছিন্নভাবে চট্টগ্রাম ওয়াসাকে পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। বিগত বছরে প্রায় সময় চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পানি সরবরাহে সমস্যার সৃষ্টি হয়, যার ফলে রোজাদার মুসলমানদের সিয়াম-সাধনায় বিঘ্ন ঘটে। এবারের রমজানেই যেন এধরণের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে চট্টগ্রাম ওয়াসাকে তৎপর এবং সজাগ থাকতে হবে। চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব, লেখক ও সাংবাদিক মো. কামাল উদ্দিনের নেতৃত্বে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সাথে মতবিনিময়কালে উপরোক্ত দাবি জানানো হয়।

চট্টগ্রামের নাগরিক সমাজের দাবি আদায়ের একমাত্র সংগঠন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব, লেখক ও সাংবাদিক মো. কামাল উদ্দিনের নেতৃত্বে আজ ৭ মার্চ বিকাল ৩টায় নগরীর দামপাড়াস্থ ওয়াসার প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ এর সাথে সৌজন্যে স্বাক্ষাত ও মতবিনিময়ে মিলিত হন।

এসময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ফোরকান, নাগরিক ফোরাম নেতা স ম জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, মো. হাসান মুরাদ, এসএম মহিউদ্দিন, সুধীর রঞ্জন শীল, মো. জসিম উদ্দিন, পঙ্কজ রাহুল প্রমূখ।

এসময় সংগঠনের নেতৃবৃন্দ আরো বলেন, সম্প্রতি এস আলম সুগার মিলে অগ্নিকান্ডে ভষ্মিভুত সুগার বর্জ্যসমূহ কর্ণফুলী নদীতে ফেলা হচ্ছে, এর ফলে কর্ণফুলী নদীর পানি দূষিত হচ্ছে কিনা চট্টগ্রাম ওয়াসাকে পরীক্ষা-নিরীক্ষার দায়িত্ব নিতে হবে। এছাড়াও এখনো বিভিন্ন এলাকায় লবনাক্ত পানি ও দূর্গন্ধযুক্ত পানি সরবরাহ করা হচ্ছে, এইবিষয়ে চট্টগ্রাম ওয়াসাকে জোরালো নজরদারি প্রয়োগ করতে হবে। নেতৃবৃন্দরা আরো বলেন, পবিত্র মাহে রমজানে সর্বাগ্রে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করা ছাড়াও অগ্নি নির্বাপনে জরুরি পানি সরবরাহে সজাগ থাকতে হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework