চট্টগ্রাম থেকে হজের প্রথম ফ্লাইট মদিনা যাচ্ছে মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২৩ মে ২২, ১২:৫০ অপরাহ্ন

 চট্টগ্রাম থেকে মঙ্গলবার (২৩ মে) শুরু হচ্ছে হজযাত্রা। ৪১৯ জন যাত্রী নিয়ে এদিন ভোর ৫টায় মদিনার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ বিমানের ফ্লাইট।


 এবারের হজ মৌসুমে চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের ২২টি ডেডিকেটেড ফ্লাইট মদিনা ও জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এসব ফ্লাইটে ১০ হাজারের বেশি হজযাত্রী পরিবহন করা হবে।

বাংলাদেশ বিমানের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক সজল বড়ুয়া জানান, চট্টগ্রামের হজযাত্রীদের সুষ্ঠুভাবে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের নানা দিকনির্দেশনাও দেওয়া হয়েছে। হাজীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে পবিত্র হজ পালন করতে পারেন, সেজন্য আমরা বদ্ধপরিকর।

তিনি আরও জানান, এ বছর চট্টগ্রাম থেকে ১০ হাজারের বেশি যাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। চট্টগ্রাম থেকে যেসব ডেডিকেটেড ফ্লাইট রয়েছে, সেগুলো চট্টগ্রাম থেকে সৌদি আরবের জেদ্দা ও মদিনা রুটে চলাচল করবে।  

শাহ আমানত বিমানবন্দরের স্টেশন ম্যানেজার উইং কমান্ডার তাসলীম আহমেদ জানান, হজযাত্রীদের হয়রানিমুক্ত যাত্রা নিশ্চিত করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করছি, হাজীদের প্রথম ফ্লাইট নির্ধারিত সময়ের মধ্যে ছেড়ে যাবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework