চট্টগ্রাম কারাগারে হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২২ ফেব্রুয়ারী ১৩, ০৯:৩০ পূর্বাহ্ন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিভূতিভূষণ ভৌমিক  (৬০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে কারাগার থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগার সূত্রে জানা যায়, বিভূতিভূষণ ভৌমিকের বাবার নাম হরিভূষণ ভৌমিক। বিভূতিভূষণের হাজতি নম্বর-২১৪৩৮/২১।

পাচঁলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, হাজতি বিভূতিভূষণ ভৌমিক কারাগারে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারাগারের ভেতর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে প্রথমে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এরপর কারাগারের চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে পরীক্ষা-নিরীক্ষা করে বিভূতিভূষণকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে বিভূতিভূষণের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework