চট্টগ্রামে হালদা নদী থেকে উদ্ধার হওয়া মৃত ডলফিনের সংখ্যা বেড়ে ৪০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২০২৪ ডিসেম্বর ১৮, ০৩:৫৫ অপরাহ্ন

এশিয়ায় অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ভাসমান অবস্থায় আরো একটি বিপন্ন গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। ১৮ ডিসেম্বর, বুধবার বেলা ১২টার দিকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। এটি এ পর্যন্ত হালদা নদী থেকে উদ্ধার হওয়া ৪০তম মৃত ডলফিন। চলতি বছর এ পর্যন্ত ৩টি মৃত ডলফিন হালদা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ডলফিনটির দৈর্ঘ্য ৪৫ ইঞ্চি এবং ওজন ১৩.৩৯০ কেজি।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আলমগীর হোসেন বলেন, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে নদীতে জোয়ারের সময় এটি কর্ণফুলীর মোহনা অথবা কাছাকাছি কোনো স্থান থেকে ভেসে আসতে পারে। দুপুরে নদীর আজিমের ঘাট এলাকায় পানিতে মৃত একটি ডলফিন ভাসতে দেখে স্থানীয় রোসাঙ্গীর আলম নামের এক স্বেচ্ছাসেবী তাদের বিষয়টি অবহিত করেন। সাথে সাথে তারা ঘটনাস্থলে গিয়ে মৃত ডলফিনটি স্থানীয়দের সহায়তায় তীরে উদ্ধার করে নিয়ে আসেন। এ সময় ডলফিনের শরীরে আঘাতজনিত কোনো চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, নদীতে দুষণজনিত কারণে ডলফিনটির মৃত্যু হয়েছে। পরে সেটি স্থানীয় লোকজনের সহায়তায় মাটিচাপা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, হালদা গবেষক ড. মো. শফিকুল ইসলাম বলেন, হালদা নদীতে একের পর এক ডলফিন ও মাছের মৃত্যু নদীর জীববৈচিত্র্যের জন্য অশনিসংকেত। নদী দুষণের হাত থেকে এই নদীকে রক্ষা করতে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি। না হলে বিপন্ন গাঙ্গেয় প্রজাতির ডলফিনের অস্তিত্ব বিলুপ্ত হওয়ার শঙ্কা ও নদীর মা মাছের প্রজননক্ষেত্র ক্ষতির মুখে পড়বে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework