চট্টগ্রামে সকল বিনোদন কেন্দ্রে জনসমাগম নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২০ জুলাই ২৮, ০৬:৫৫ অপরাহ্ন
আসন্ন ঈদ উল আযহাকে কেন্দ্র করে চট্টগ্রামে বিনোদন কেন্দ্রগুলোতে জনসাধারণের সমাগমে নিষেধাজ্ঞা জারি করছে চট্টগ্রাম মহানগর পুলিশ-সিএমপি। মঙ্গলবার বিকেলে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উল আযহাকে কেন্দ্র করে এবং ঈদ পরবর্তী যে কোন ধরনের বৃহৎ জনসমাগম বর্তমানে বিশ্বব্যাপী বিস্তৃত করোনা প্রাদুর্ভাবকে আরও সংকটাপন্ন করবে। এর সংক্রমণ রোধে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ মহল থেকে বিভিন্ন দিকনির্দেশনা ও জনসচেতনতা মূলক প্রচারণা চলমান রয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিষয়টির গুরুত্বের সাথে বিবেচনা করে জনস্বার্থে ঈদ পরবর্তী সময়ে জনসাধারণকে বন্দরনগরীর বিনোদন কেন্দ্রসমূহ যেমন চট্টগ্রামের পতেঙ্গা সি-বিচ, ফয়’স লেক, নেভাল বিচ ইত্যাদি এলাকায় যে কোন ধরনের জমায়েত হওয়ার বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হলো।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework