চট্টগ্রামে করোনা আক্রান্ত ৮০৯

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২২ জানুয়ারী ২৯, ১১:৪৪ পূর্বাহ্ন

চট্টগ্রামের ১২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯১৩টি নমুনা পরীক্ষা করে ৮০৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ।

শনিবার (২৯ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্ত ৫৬১ জন মহানগর এলাকার ও ২৪৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এসময়ে করোনা আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ১২ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৮৬ হাজার ৮৫ জন এবং উপজেলায় ৩১ হাজার ৯২৭ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৫৪ জনের মধ্যে ৭৩০ জন মহানগর এবং ৬২৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উপজেলার মধ্যে লোহাগাড়ায় ৮ জন, সাতকানিয়ায় ১৩ জন, বাঁশখালীতে ১৪ জন, আনোয়ারায় ১২ জন,  চন্দনাইশে ১৬ জন, পটিয়ায় ১৩ জন, বোয়ালখালীতে ১২ জন, রাঙ্গুনিয়ায় ২৯ জন, রাউজানে ২২ জন, ফটিকছড়িতে ৪২ জন, হাটহাজারীতে ৪৭ জন, সীতাকুণ্ডে ৪ জন, মিরসরাইয়ে ৮ জন ও সন্দ্বীপে ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework