চট্টগ্রামে করোনায় দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২০ আগস্ট ২৪, ১১:২৭ পূর্বাহ্ন
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৫২৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৫ জনে। সোমবার (২৪ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান। তিনি জানান, রোববার চট্টগ্রামের পাঁচ ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৭৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১০৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তারমধ্যে নগরের ৮০ জন ও ২৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২১১ জনের নমুনা পরীক্ষায় নগরের ১৫ জন ও উপজেলা পর্যায়ের ২ জন বাসিন্দার করোনা মিলেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবের নমুনা পরীক্ষার রিপোর্ট পাইনি সিভিল সার্জন অফিস। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৯১ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২৫ জন ও উপজেলা পর্যায়ের ৩ জনের করোনা মিলেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৩ জনের নমুনা পরীক্ষায় নগরের ১০ জন ও উপজেলা পর্যায়ের ১৫ জন বাসিন্দার করোনা মিলেছে। বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৯৩ জনের নমুনা পরীক্ষায় নগরের ১৫ জন ও উপজেলা পর্যায়ের ২ জন বাসিন্দার করোনা মিলেছে। শেভরণ ল্যাবে ৪৫ জনের নমুনা পরীক্ষায় নগরের ১৫ জন ও উপজেলা পর্যায়ের ১ জন বাসিন্দার করোনা মিলেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১২ জনের নমুনা পরীক্ষায় উপজেলা পর্যায়ের ২ জন বাসিন্দার করোনা মিলেছে। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ২৫ জনের মধ্যে সাতকানিয়ার ১, বাঁশখালীর ১, পটিয়ার ৩, রাউজানের ৪, ফটিকছড়ির ২, হাটহাজারীর ১২ ও সীতাকুণ্ডের ২ জন বাসিন্দা আছেন। এখন পর্যন্ত আক্রান্ত হওয়া চট্টগ্রামে ১৬ হাজার ৫২৪ জনের মধ্যে নগরের ১১ হাজার ৭২২ জন ও বিভিন্ন উপজেলার ৪ হাজার ৮০২ জন বাসিন্দা আছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা ২৬৫ জনের মধ্যে নগরের ১৮৪ জন ও উপজেলার ৮১ জন বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় কতজন করোনা রোগী সুস্থ হয়েছে তার তথ্য জানায়নি সিভিল সার্জন অফিস । এখন চট্টগ্রামে সুস্থ হয়েছে মোট ৩ হাজার ৯০৭ জন করোনা রোগী।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework