চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ২

টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ আগস্ট ২১, ১১:০৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম নগরীতে ২৯ হাজার ২৪৮ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন- জাহিদুল ইসলাম (৩০) ও আহম্মেদ নুর (৫৫)

শুক্রবার (২০ আগস্ট) নগরীর বায়েজিদ বোস্তামি এবং লালখান বাজার ইস্পাহানী মোড় এলাকায় অভিযান চালিয়ে ‍তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) সালাম কবির।

গোয়েন্দা কর্মকর্তা সালাম কবির জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদের উত্তরা আবাসিক এলাকা থেকে ২৯ হাজার ২৪৮ পিস ইয়াবাসহ জাহিদুলকে গ্রেপ্তার করা হয়।
 
জিজ্ঞাসাবাদে সে জানায়, আহম্মেদ নুর তার কাছে ইয়াবাগুলো মজুত রেখেছিল। এরপর লালখান বাজার এলাকায় অভিযান চালিয়ে নুরকে গ্রেপ্তার করা হয়।
সালাম কবির জানান, জিজ্ঞাসাবাদে তারা আরও বলেছে— নুর কক্সবাজার থেকে ইয়াবাগুলো এনে জাহিদুলের কাছে রাখে। এরপর সেখান থেকে নগরীর পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করা হয়।

 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework