চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাউজান
প্রকাশিত : রবিবার, ২০২৪ এপ্রিল ২৮, ০১:১৪ অপরাহ্ন

চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুপম সেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার  দিকে  উপজেলার ১০ নং পূর্ব গুজরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মুরারি সেনের বাড়িতে এই ঘটনা ঘটে। সে এলাকার অভিনেষ সেনের পুত্র।

স্থানীয়রা জানান, শনিবার পরিবারে রুপম সেনের ভাইয়ের বউয়ের মৎস্যমুখী অনুষ্ঠান ছিল। সেখানে পারিবারিক আয়োজনে অনেক অতিথি সমাগম হয়। এক পর্যায়ে বৈদ্যুতিক পাখার লাইন চালুর সময় অসাবধানতাবশ:ত বিদ্যুৎস্পৃষ্ট হলে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রুপম সেন বিবাহিত জীবনে এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। গত কিছুদিন পূর্বে আপন ভাইয়ের স্ত্রীর মৃত্যুর পর শোক কাটিয়ে উঠার আগেই তার মৎস্যমুখী অনুষ্ঠানের দিন রুপম সেনের এমন মৃত্যুতে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। একই পরিবারে কয়েকদিনের ব্যবধানে দুটি মৃত্যুর ঘটনায় শোকের আবহ বিরাজ করছে পুরো এলাকায়।

১০ নং পূর্ব গুজরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework