চকরিয়ায় মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজে, জেলের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক চকরিয়া :
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মার্চ ০৭, ০৩:৪৪ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় মাছ ধরতে গিয়ে মাতামুহুরী নদীতে নিখোঁজের ১৯ঘন্টা পর আবুল কাশেম (৫২) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল  বিকেলের সময়  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডুবুরীর সহায়তায় একই স্থান থেকে তার লাশ উদ্ধার হয়।

এর আগে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের চকরিয়া  মাতামুহুরী নদীর বাটাখালী অংশে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় আবুল কাশেম। আবুল কাশেম চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের জালিয়া পাড়ার আবদুল খালেকের ছেলে।

চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, সোমবার বিকালে ৫ জন জেলে টানা জাল দিয়ে মাছ ধরতে নামে মাতামুহুরী নদীতে। এক পর্যায়ে নদীর তলদেশে জাল আটকে গেলে ছাড়িয়ে নিতে ডুব দেয় আবুল কাশেম। এর পর থেকে নিখোঁজ হয় সে।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন অনেক খোঁজাখুজির পর কোন সন্ধান মেলেনি। পরে মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে কাশেমের লাশ উদ্ধার করে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিখোঁজ জেলের লাশ উদ্ধার হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework