ঘূর্ণিঝড় রেমাল পরিস্থিতি নিয়ে বাঁশখালীতে মাইকিং, সরে যাচ্ছে মানুষ

নিজস্ব প্রতিবেদক,বাঁশখালী, চট্টগ্রাম
প্রকাশিত : রবিবার, ২০২৪ মে ২৬, ০৭:৩৩ অপরাহ্ন

ঘূর্ণিঝড় রেমাল পরিস্থিতি নিয়ে আবহাওয়া অধিদপ্তর ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে, তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের বাঁশখালী উপকূলীয় এলাকাজুড়ে বসবাসরত মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্র গুলোতে চলে যেতে মাইকিং করে যাচ্ছে উপজেলা প্রশাসন ও সি পি পি টিম সদস্যরা।

২৬ মে (রবিবার) উপজেলার ছনুয়া, শেখেরখীল, গণ্ডামারা, বাহারচড়া, খানখানাবাদ, প্রেমাশিয়াসহ সমুদ্র উপকূলীয় এলাকা ঘুরে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওইসব এলাকায় মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হচ্ছে।

সি পি পির বাহারচড়া টিম লিডার মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আবহাওয়া অফিস যখন ৩ নম্বর সতর্কতা সংকেত জানিয়েছে তখন থেকেই আমরা মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করে যাচ্ছি। এখনো মাইকিং করা হচ্ছে।

বাহারচড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ইউনুস ও খানখানাবাদ ইউপি জসিম উদ্দিন হায়দার এবং শেখেরখীল ইউপি চেয়ারম্যান মওলানা মোর্শেদুল ইসলাম ফারুকী বলেন, ইউএনও মহোদয়ের নির্দেশ মোতাবেক উপকূলের মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্র গুলোতে সরিয়ে নিতে কাজ করে যাচ্ছি, এরই মধ্যে অনেকেই তাঁদের প্রয়োজনীয় মালামাল, গরু, ছাগল ও গৃহ পালিত পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে চলে গেছেন। ঘূর্ণিঝড় রেমাল পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সবাইকে সতর্ক অবস্থানে থাকতে সতর্ক করে যাচ্ছি।

তবে উপকূলের মানুষের দাবি, প্রতিবছরই বর্ষার মৌসুম আসলেই ঘূর্ণিঝড় আতংকে ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হয়। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ না করায় ঘূর্ণিঝড় আতংকে থাকতে হয় উপকূলের মানুষকে। জোয়ারের পানি বাড়লেই বেড়িবাঁধ উপচে পানি লোকালয়ে ঢুকে পড়ে। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় এলাকার মানুষ। এসময় কতৃপক্ষের কাছে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জোর দাবি জানান উপকূলবাসী। বাহারচড়া উপকূলের মানুষের খোঁজখবর নিতে আসেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মওলানা ওসমান গণী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার জানান, গতকাল থেকে বাঁশখালীতে মাইকিং করা হচ্ছে, এতে সি পি পি টিম সদস্যরাও মাইকিং করে যাচ্ছে। ঘূর্ণিঝড় রেমাল পরিস্থিতি মোকাবেলার জন্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকল ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তাঁরা যার যার এলাকার উপকূলে বসবাসরত মানুষ গুলোকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেন।

বাঁশখালীতে সর্বমোট ১১০ টি আশ্রয় কেন্দ্র রয়েছে, ওইসব আশ্রয় কেন্দ্র গুলো খোলা রাখা হয়েছে যাতে মানুষ সেখানে আশ্রয় নিতে পারে। এছাড়াও ফায়ার সার্ভিস টিম, মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। আর আশ্রয় কেন্দ্র গুলোতে যারা আশ্রয় গ্রহণকারীদের জন্যে শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে, যখন প্রয়োজন হবে সাথে সাথেই  আশ্রয় কেন্দ্র  গুলোতে পৌঁছে দেওয়া হবে বলেও জানান ইউএনও জেসমিন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework