জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলা আওতাধীন চন্দনাইশের শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কমিটি গঠনকল্পে সরাসরি সদস্য ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন।
গত (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে কর্মসূচির অংশ হিসেবে গাছবাড়িয়া সরকারি কলেজ শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক সদস্য ফরম বিতরণ করা হয়।
সদস্য ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অলিউল হোসেন রুবেল।
রুবেল বলেন, সরাসরি সদস্য ফরম বিতরণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হবে। গত ১৬ ফেব্রুয়ারি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের নতুন কমিটি গঠন এবং ক্যাম্পাসে ছাত্রদলকে সুসংগঠিত করার লক্ষ্যে প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়।