গণ্ডামারা-বড়ঘোনা উন্নয়ন ফোরামের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল

মোঃ দিদার হোসাইন, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ২২, ০৪:২৮ অপরাহ্ন

“এসো মিলিত হই, ভ্রাতৃত্বের বন্ধনে” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে চট্টগ্রামস্থ গণ্ডামারা-বড়ঘোনা উন্নয়ন ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল উপলক্ষে একঝাঁক তরুণের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকার আব্দুল আল নোমান কলেজ সড়ক সংলগ্ন "নবাবীয়ানা রেস্তোরাঁ" হলরুমে বাঁশখালীর গণ্ডামারা-বড়ঘোনা উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা তৌহিদুল ইসলাম আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইউএসটিসির শিক্ষার্থী এস কে মিসবাহ উদ্দিন, ইসলামী সংগীত পরিবেশন করেন হেফাজ উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, গণ্ডামারা আল কুরআন মডেল একাডেমির প্রধান শিক্ষক ও গণ্ডামারা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. হুমায়ুন কবির।

মহসিন কলেজ শিক্ষার্থী মো. আরমান হোসাইন ও আবদুল হালিমের যৌথ সঞ্চালনায় অতিথি ছিলেন ব্যাংক কর্মকর্তা আনসার উদ্দিন, চান্দগাঁও পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক তৌহিদুল ইসলাম চৌধুরী, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হক, জামায়েত নেতা মাওলানা মুহাম্মদ হারুন রশীদ, গণ্ডামারা ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত উপদেষ্টা মাওলানা মুহাম্মদ রফিকুল করীম নঈমী, গণ্ডামারা মরহুম মাওলানা মুহাম্মদ হোসাইন (রহঃ) স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাঁশখালী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মুহাম্মদ দিদার হোসাইন, গণ্ডামারা ইউনিয়ন ছাত্রসেনার সহ-সভাপতি সেলিম উদ্দিন শওকত, সাংবাদিক রিয়াদুল ইসলাম। আরও

বক্তব্য রাখেন আরশাদ আল কাসেম, ইমরান হোসেন ইমু, আবদুল্লাহ সিকদার সম্রাট প্রমুখ।

ইফতার পূর্বে কৃতী শিক্ষার্থী হিসেবে চুয়েট শিক্ষার্থী বদরুম মুনির, মহসিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ আসাদ উল্লাহ, আরিফ উল্লাহ বিন কায়সার ও আরকান শহিদকে উন্নয়ন ফোরামের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধিত করা হয়।

ইফতার মাহফিলে বক্তারা বলেন, সমাজ উন্নয়ন করতে হলে শিক্ষার বিকল্প নেই, প্রান্তিক জনপদের নতুন প্রজন্মের মধ্যে যথাযথ শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারলেই সমাজ উন্নয়ন সম্ভব। এই ধারাবাহিকতায় চট্টগ্রামস্থ গণ্ডামারা-বড়ঘোনা উন্নয়ন ফোরামের চলমান অগ্রযাত্রাকে শুধু গণ্ডামারা-বড়ঘোনা তথা বাঁশখালীর মধ্যে সীমাবদ্ধ না রেখে ক্রমান্বয়ে পুরো দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গণ্ডামারা-বড়ঘোনা উন্নয়ন ফোরামের সকল সদস্যদেরকে নিরলসভাবে কাজ করতে হবে। এ সময় গণ্ডামারা ইউনিয়নের ছাত্র-জনতার যেকোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে এবং গণ্ডামারা ইউনিয়নকে একটি সুখী, সমৃদ্ধ ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে দলমত নির্বিশেষে এলাকা ও এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে সংশ্লিষ্ট সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework