নিরপেক্ষ গণমাধ্যম ও সাংবাদিকতার মুখপাত্র, সেবামূলক সংগঠন জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল-এর চট্টগ্রাম বিভাগীয় কমিটি, জেলা কমিটি এবং উপজেলা কমিটিসমূহ সুচারুভাবে গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ ধ্রুবতারা কমিউনিটি সেন্টারের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ আবু মুসার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেলের সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের সহ-সভাপতি পলাশ কান্তি নাথ, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ বিষয়ক সম্পাদক রমজান আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন মিজান এবং কার্যকরী সদস্য দীপংকর মল্লিক।
গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন অগ্রযাত্রা পত্রিকার চট্টগ্রাম ব্যুরো ইনচার্জ ও চাটগাঁর সংবাদ-এর বার্তা সম্পাদক এনামুল হক রাশেদী, দৈনিক ভোরের চেতনার চট্টগ্রাম ব্যুরো চিফ মোহাম্মদ জাফর ইকবাল তালুকদার, জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রির চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন মিন্টু, দৈনিক যায় যায় কালের ব্যুরো চিফ কেফায়েত উল্লাহ কায়সার, রাউজান প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক রতন বড়ুয়া (শাহ আমানত), কামাল উদ্দিন (ভোরের চেতনা), মোহাম্মদ দিদারুল ইসলাম (চাটগাঁর সংবাদ), আমিনুল ইসলাম মামুন (স্বদেশ বিচিত্রা), মোহাম্মদ ইদ্রিস (জনবানী), সঞ্জয় বড়ুয়া (জাতীয় অর্থনীতি), কফিল উদ্দিন (ভোরের চেতনা), শহিদুল ইসলাম (ঘোষণা), মিলন বৈদ্য শুভ (প্রভাতী বাংলাদেশ), সমিরণ পাল (আই বার্তা)।
অনুষ্ঠানে জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান শেখ তিতুমীর আকাশ রাষ্ট্রীয় দায়িত্বে ব্যস্ত থাকায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। তিনি নীতি-নৈতিকতার আলোকে মাঠপর্যায়ে কাজ করে জনসম্পৃক্ত সাংবাদিকতায় সবাইকে উৎসাহিত করেন এবং জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের উদ্দেশ্য, লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাখ্যা করেন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক প্রমি সেন, তুষার দাশ, হৃদয় বড়ুয়া, সুপন বিশ্বাস, আকাশ চৌধুরী, জাহাঙ্গীর আলম, শাহেদুল ইসলাম ত্বোহা, রাজীব চক্রবর্ত্তী, মোহাম্মদ ওবায়দুল্লাহ চৌধুরী, মোহাম্মদ মনির হোসেন, আরাফাত উদ্দিন রিয়ান, রেজাউল করিম, বাবুল হোসেন বাবলা, আবুল মনসুর, রাফিফা আক্তার, এইচ এম ইব্রাহিম, অন্তর পাল আকাশ, মোস্তাফিজুর রহমান এবং মোহাম্মদ শহিদুল ইসলাম।