খুটাখালীতে চেয়ারকোচ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২০ Jun ২৮, ০১:২৯ অপরাহ্ন
      চকরিয়া উপজেলার খুটাখালীতে চেয়ারকোচ চাপায় মোটর সাইকেল আরোহী নুরুজ্জামান (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার সকাল পৌনে ১১ টার সময় উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি গেইট নামক এলাকায় ঘটে এ দুর্ঘটনা। নিহত যুবক নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার মুক্তিযোদ্ধা মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে। তার মোটরসাইকেল রেজিঃ নং কক্সবাজার ল ১১-৪৬২২। সে আলী কদম হতে নাইক্ষংছড়ির তুমব্রু এলাকায় ফিরতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন খুটাখালী ইউপি মেম্বার জসিম উদ্দীন। তার কাছে থাকা আইডি সুত্রে নুরুজ্জামান আলী কদম কৃষি অফিসের অফিস সহকারী বলে নিশ্চিত করা গেছে। খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের একটি দল ও মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে মোটরসাইকেল ও লাশ পুলিশী হেফাজতে নেয়া হয়েছে। অপরদিকে নিহতের বড় ভাই লাশ গ্রহন করতে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছেন। মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মুর্শেদুল আলম চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework