কেন্দ্রের বাইরে মিললো সিল মারা ব্যালট

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ নভেম্বর ২৮, ০৪:৩৭ অপরাহ্ন

হাটহাজারীর ফতেপুর ইউনিয়নের দুটি ভোটকেন্দ্রের পাশে পরিত্যক্ত অবস্থায় বেশকিছু ব্যালট পেপার উদ্ধার করেছে স্থানীয়রা।

রোববার (২৮ নভেম্বর) সকালে কুলালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লতিফপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়।

কুড়িয়ে পাওয়া ব্যালটে দেখা যায়, প্রায় প্রতিটিতে আপেল প্রতীকের ওপর সিল মারা রয়েছে। এছাড়া প্রতিটি ব্যালটে নির্বাচন কমিশনের সিল ও ভোটাররে স্বাক্ষরের স্থানে আঙ্গুলের টিপ সই রয়েছে।

স্থানীয়রা জানান, ৪ নম্বর ওয়ার্ডে আপেল প্রতীকের প্রার্থী মো. বেলাল এবং ৫ নম্বর ওয়ার্ডে আপেল প্রতীকের প্রার্থী মোহাম্মদ হামিদ। সকাল থেকে এই দুটি কেন্দ্রে থেমে থেমে দুইপক্ষের মধ্যে ঝামেলা হয় বলেও জানান স্থানীয়রা।

তবে ব্যালট চুরি হলেও এ ব্যাপারে কিছুই জানেন না হাটহাজারী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং অফিসার সৈয়দ মোহাম্মদ আনোয়ার খালেদ।

তিনি বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে আমার কিছু জানা নেই। না জেনে কোনও মন্তব্য করা উচিত হবে না।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework