কাপ্তাই লেকে ক্ষতিকারক কোন জাল ব্যবহার করতে দেয়া হবে না: মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২০ অক্টোবর ৩১, ০৪:৪২ অপরাহ্ন
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, কোভিড-১৯ এর কারণে দেশে অনেক ধরণের বেকারত্ব সৃষ্টি হয়েছে, বেকারত্ব নিরসনে মাছ চাষে আগ্রহী করে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে মৎস্য বিভাগ নানা কর্মসুচী হাতে নিয়েছে, সেই কর্মসুচীর আলোকে কাপ্তাই লেকে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য মন্ত্রণালয় নানা পদক্ষেপ নিয়েছে। কাপ্তাই লেকে এখন ১২ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন হয় জানিয়ে মন্ত্রী আরো বলেন, আগামীতে আমরা মাছের উৎপাদন ধরেছি ১৫ হাজার মেট্রিক টন। মাছের উপাদন বাড়লে এখানকার আমিষ জাতীয় খাবারের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আরো বেশী করে এই লেকের মাছ সরবরাহ করা সম্ভব হবে।
তিনি আরো জানান, কাপ্তাই লেকে কোন ধরণের ক্ষতিকারক জাল ব্যবহার করতে হবে না, এবিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। আজ সকালে রাঙামাটি মৎস্য উন্নয়ন কর্পোরেশন, জেলা মৎস্য বিভাগ ও নদী গবেষণা উপকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মন্ত্রী আরো বলেন, কাপ্তাই লেক যাতে দুষণ না হয়, বেদখল না হয় সে বিষয়ে সরকার সর্তক রয়েছে। এসময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনষ্টিটিউটের মহাপরিচালক ড: ইয়াহিয়া মাহমুদ, জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশনের মাছের অবতরণ ঘাট পরিদর্শন করেন।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework