কাপ্তাইয়ে পুষ্টি বিষয়ক কৃষক মাঠ স্কুলের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই(রাঙামাটি)
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মার্চ ২৮, ০১:২৪ অপরাহ্ন

রাঙামাটির কাপ্তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর  আয়োজনে কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের বড়ইছড়ি পাড়ায় পার্টনার কৃষক মাঠ স্কুল - পুষ্টি ও কৃষক সেবা কেন্দ্র শুভ উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে  কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদ এর উদ্বোধন করেন ।

কৃষি মন্ত্রণালয়ের সম্প্রতি শুরু হওয়া "প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)" প্রোগ্রামের আওতায় এই কৃষক মাঠ স্কুল পরিচালিত হচ্ছে। 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: ইমরান আহমেদ  বলেন, "দেশের পুষ্টি নিরাপত্তা অর্জনের লক্ষ্যে নিরাপদ পদ্ধতিতে শাক-সবজি ও ফলমূল উৎপাদনের পাশাপাশি সামগ্রিক পুষ্টিমান উন্নয়নের ওপর ওপর দশটি সেশনে ২৫ জন কৃষাণীকে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে।" 

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা  থোয়াইনুচিং মারমা এবং উপসহকারী কৃষি কর্মকর্তা  উথোয়াই প্রু মারমা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework