কর্ণফুলী উপজেলা প্রশাসনিক নতুন ভবন উদ্বোধন উপলক্ষে গত ১২ ফেব্রুয়ারি (বুধবার) নতুন উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে কর্ণফুলী উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন।
১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ৪টায় উপজেলার শিকলবাহা ক্রসিং মোড় থেকে নতুন উপজেলা পরিষদ পর্যন্ত বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
গতকাল উপজেলা নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠান ও "তারুণ্যের উৎসব মেলা '২৫" উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথ্যচিত্র ও দেওয়ালিকা প্রদর্শনীর স্টলে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের ছবি না রাখায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে ছাত্রদলের নেতারা বলেন, এমন ঘৃণ্যতম কাজের সাথে যে বা যারা জড়িত ছিল, তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুঃখ প্রকাশ করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বিক্ষোভ মিছিল শেষে দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবির সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুদ্দীন সবুজের সঞ্চালনায় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, নুর শাহেদ খান রিপন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাঈনউদ্দীন মনির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফারুক, জেলা যুবদল নেতা শওকত আলী।
সভায় বক্তারা বলেন, চট্টগ্রামে ওয়াসিম আকরামের মৃত্যুই ছিল ছাত্র আন্দোলনের মূল সূচনা। তার মৃত্যুর কথা শোনার পর চট্টগ্রামে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ সবাই দলমত নির্বিশেষে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। শহীদ ওয়াসিম ছিল চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানায়ক। চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহীদ ওয়াসিম আকরাম ছাত্রদলের আবেগ, অনুভূতি। গতকাল কর্ণফুলী উপজেলা পরিষদের অনুষ্ঠানে যে বা যারা এমন ঘৃণ্যতম কাজের সাথে জড়িত ছিল, তাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুঃখ প্রকাশ করতে হবে, অন্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবিষয়ে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি প্রদান করেছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য ফয়সাল শিকদার সোহান, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ফরহাদুল ইসলাম হৃদয়, যুগ্ম আহ্বায়ক শহিদুল হক, ছাত্রদল নেতা গাজী শহীদ মো. আরিফ, ফরহাদ হোসেন আসিফ, রোহিত শিকদার, নুরুল ইসলাম আসিফ, শ্রমিক দল নেতা আরজু, স্বেচ্ছাসেবক দল নেতা মো. ইসমাইল, যুবদল নেতা আমজাদ, মো. বাহার উদ্দীন প্রমুখ।