কর্ণফুলীতে স্মার্ট চট্টগ্রাম বেস্ট আইডিয়া অ্যাওয়ার্ড বিষয়ক কর্মশালা


প্রকাশিত : মঙ্গলবার, ২০২৩ এপ্রিল ১৮, ০১:৫২ অপরাহ্ন

প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ ভিশন-২০৪১ প্রতিষ্ঠা এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রামের কর্ণফুলীতে "স্মার্ট চট্টগ্রাম বেস্ট আইডিয়া এওয়ার্ড" বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  (১১ এপ্রিল) দুপুর ২. ৩০ মিনিটে  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা  পরিষদ প্রাঙ্গণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটির)  মো. আবদুল মালেক। 

এই সময় কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,উপজেলার সকল কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বার,  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষিকা, মিলকারখানা,এনজিও,  সাংবাদিকসহ বিভিন্ন পেশায় নিয়োজিত সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

উপস্থিত সকলকে ১০টি ভাগে বিভক্ত করে বিভিন্ন বিষয় ভিত্তিক প্রকল্পের মাধ্যমে স্মার্ট আইডিয়া গ্রহণ করা হয়। প্রতিযোগিতায় অংশ নেন স্মার্ট সিটি, স্মার্ট ভিলেজ, স্মার্ট শিক্ষা, স্মার্ট স্বাস্থ্যসেবা, স্মার্ট সামাজিক সুরক্ষা, স্মার্ট কৃষি, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, স্মার্ট সেবা খাত, স্মার্ট প্রশাসন ও স্মার্ট ইউটিলিটি।

এবিষয়ে ইউএনও বলেন, সংশ্লিষ্ট যে আইডিয়া আপনারা দিয়েছেন সেটি সঠিক  বাস্তবায়ন করতে হলে আগে আমাদের দরকার আগে নিজেকে চেঞ্জ করা, নিজেকে চেঞ্জ করা সম্ভব হলে এই সকল কিছুই বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আমি মনে করি তাই আমাদের দরকার চেঞ্জ এন্ড চেঞ্জ।    উপজেলার যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। আইডিয়া/প্রকল্প প্রস্তাব পিডিএফ ফরমেটে সংশ্লিষ্ট উপজেলার ওয়েবসাইট বা অনলাইন পদ্ধতিতে আগামী ২০শে এপ্রিল এর মধ্যে প্রেরণ করতে হবে। উপজেলার ওয়েবসাইটে প্রস্তাব দাখিল করার জন্য একটি গুগল ডক্স লিংক দেওয়া থাকবে। প্রস্তাবটি অবশ্যই যুগোপযোগী এবং বাস্তবায়ন যোগ্য হতে হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework