কর্ণফুলীতে বিশ্ব মানবাধিকার দিবসে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত

ওসমান হোসাইন, কর্ণফুলী, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ডিসেম্বর ১০, ০৬:০৪ অপরাহ্ন

কর্ণফুলীতে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

১০ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১ ঘটিকায় কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ গেটের সামনে ছাত্রদলের ছাত্রনেতা আব্দুল আল মোনায়েম এর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে প্রধান  অতিথি ছিলেন দক্ষিণ জেলা ছাত্র দলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ। 

মানববন্ধনে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন মানবাধিকার দিবস আমাদের জনগণের জন্য, বিগত স্বৈরাচার হাসিনা সরকারের শাসনামলে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় রচনা করে করেছিলেন আওয়ামী লীগ সরকার। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে তারা নির্যাতন করেছে এবং তার চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করেনি। এটা একটা মানবাধিকার লঙ্ঘনের উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম ইলিয়াস, চৌধুরী আলমসহ অসংখ্য নেতাকে গুম করে ক্ষমতা টিকিয়ে রাখার পাঁয়তারা করেছে। এখন সময় এসেছে মানবাধিকার প্রতিষ্ঠার। সর্বশেষ জুলাই আন্দোলনে মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন করেছে খুনি হাসিনা। এই খুনি হাসিনাকে ভারত থেকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।

মানববন্ধনে  আরও  উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন ছাত্রদল নেতা শাখাওয়াত হোসেন মিশু গাজী শহিদ,মো: আরিফ, আসিফ,আবদুল আজিজ,আলাউদ্দিন,আরমান,ওয়াহিদ জিকু আরমান তুষার হোসেন,জাহিদুল ইসলাম জাহেদ,আরফাত মোঃ হৃদয়,মোঃ নাঈম কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ ছাত্রদলনেতা নোমান মিনহাজ সিফু  ফাহিম,সিহাব,হাবিব, ইমতিয়াজ,পারভেজ, মিনহাজ, সায়েম, কর্ণফুলী উপজেলা ছাত্রদল নেতা সাকিব, কামরুল, আরফাত, আলি ইয়াছিন আরফাত, তুহিন, কাজল, বেলাল তালুকদার, জিসান, আকাশ প্রমূখ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework