কর্ণফুলীতে বিনোদন কেন্দ্র ও শিশু পার্ক নির্মাণের কাজ পরির্দশনে ইউএনও

আকাশ শীল,  কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : বুধবার, ২০২৩ মার্চ ২৯, ১১:৩৫ পূর্বাহ্ন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের খিলপাড়ায় এলাকার আশ্রয় প্রকল্পের পাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে  প্রভাবশালীর কাছে দখলে থাকা  উদ্ধারকৃত জমিতে নির্মাণ  ৬.১০ একর জায়গায় গড়ে হচ্ছে বিনোদন কেন্দ্র ও উঠছে শিশু পার্ক।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকালে বড়উঠান ইউনিয়নের খিলপাড়া এলাকার আশ্রয় প্রকল্পের পাশে নির্ধারিত জমিতে গড়ে উঠা শিশু পার্কের কার্যাক্রম পরির্দশনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ ও বড়উঠানের চেয়ারম্যান মো. দিদারুল আলম।

এসময় উপস্থিত ছিলেন বড়উঠান ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা তৌহিদুল আলম, মহিলা ইউপি সদস্যা জোবাইদা আকতার মিতুসহ স্থানীয় নেতাকর্মীরা।

এরআগে গত ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী এ জমি উদ্ধার করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework