কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ

আকাশ শীল, কর্ণফুলী প্রতিনিধি
প্রকাশিত : শুক্রবার, ২০২৩ এপ্রিল ১৪, ০৯:৪৩ অপরাহ্ন

পুরোনো গ্লানি, হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় নতুন বছর বাংলা নববর্ষ ১৪৩০ বরণে মঙ্গল শোভাযাত্রা বের করেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা প্রশাসন।

১৪ এপ্রিল, শুক্রবার (পহেলা বৈশাখ) সকাল ১০.৩০ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মঙ্গল শোভাযাত্রা বের হয়, পরে উপজেলা অফিসার্স ক্লাবে বাংলা নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আমাতুল্লাহ আরজু  সঞ্চালনায়, বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমির আহমেদ।

এই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রুম্মান তালুকদার, উপজেলা প্রকৌশলী মো. জাহেদুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ, উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আলমগীর,  এ,জে, চৌধুরী উচ্চ বিদ্যালের প্রধান শিক্ষক মিলন কান্তি দাশ, সিএমপি কর্ণফুলী থানার উপ পরিদর্শক বেলায়েত সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তারা।

জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে সাংস্কৃতিক  অনুষ্ঠান শুরু হয় এবং উপজেলার বিভিন্ন স্কুল থেকে আগত স্কুল শিক্ষক ও শিক্ষিকারা সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. মামুনুর রশীদ জাতীয় কবি নজরুল ইসলামের " কালবৈশাখী " কবিতাটি আবৃত্তি করেন এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রুম্মান তালুকদার একক গান পরিবেশন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ সকল স্তরের জনসাধারণের উদ্দেশ্য বলেন,রমজানের পবিত্রতা রক্ষা করে ও ধর্মীয় অনুভূতি বজায় রেখে যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন ছোট পরিসরে আয়োজন করেছি,পহেলা বৈশাখ বাঙালির অস্তিত্ব অসাম্প্রদায়িক চেতনার সকল ধর্ম, বর্ণের প্রাণের উৎসব, এই উৎসব ভেদাভেদ ভুলে গিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ভুমিকা রাখবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework