কর্ণফুলীতে দু’দিন পর মিলল জেলের মরদেহ


প্রকাশিত : শনিবার, ২০২৪ মার্চ ৩০, ০৫:৫৪ অপরাহ্ন

পতেঙ্গায় কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে ফিশিং বোটে ইঞ্জিন বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ জেলে আব্দুল জলিলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
শনিবার (৩০ মার্চ) সকালে কর্ণফুলী নদীর ওয়াটার বাস টার্মিনালের পূর্ব পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল জলিল মহেশখালী পৌরসভার ঘোনার পাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি একই এলাকার হাবিবুর রহমানের পুত্র শামসুল আলম প্রকাশ মনিয়া ও বাদশা মাঝির পুত্র আনছারুল করিমের মালিকানাধীন ফিশিং বোটের শ্রমিক ছিলেন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কবিরুল ইসলাম বলেন, আব্দুল জলিল নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

বৃহস্পতিবার পতেঙ্গায় ওই বোটে ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলেও নিখোঁজ ছিলেন আব্দুল জলিল।

শনিবার সকালে তার মরদেহ পাওয়া যায় কর্ণফুলীতে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework