করোনা : চট্টগ্রামে একদিনে আরও ১৮৩ রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২০ নভেম্বর ২৪, ১১:২৫ পূর্বাহ্ন
১ হাজার ৩৩৫ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫৫ জন নগরের ও ২৮ জন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ২৪ হাজার ৫৩ জন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০৫ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৫৭৪ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪৯২ জনের নমুনা পরীক্ষা করে ৮০ জনের ও সিভাসুতে ৫২ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা মিলেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৯ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি। ইমপেরিয়াল হাসপাতালে ৭৯ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২০ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪ জনের নমুনা পরীক্ষা করে সবার করোনা শনাক্ত হয়েছে। উল্লেখ্য, এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩১৫ জন; এর মধ্যে ২২১ জন নগরের ও ৯৪ জন উপজেলার বাসিন্দা।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework