করোনা : চট্টগ্রামে আক্রান্ত ৪০ হাজার ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ মার্চ ৩১, ১১:১২ পূর্বাহ্ন
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৯৯৬ জন। গত ২৪ ঘন্টায় ২ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষা করে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯০ জন। এসময়ে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। বুধবার (৩১ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামের ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ২৫৪ জন এবং উপজেলায় ৩৬ জন। এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামে গণপরিবহনে ৫০ শতাংশ কম যাত্রী নিয়ে যাতায়াত এবং ৬০ শতাংশ ভাড়া কার্যকর করা হয়েছে। তবে এতেও জনসাধারণের মধ্যে সচেতনতা লক্ষ্য করা যায়নি।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework