উখিয়ায় রাবের অভিযানে ২১ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২০ অক্টোবর ০৪, ১০:০০ পূর্বাহ্ন
কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। আটক রোহিঙ্গা হলেন কুতুপালং ১ নম্বর ক্যাম্পের ডাব্লিউ -ব্লকের আবদুল হাইয়ের ছেলে আইয়ুব খান(২০)। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ০৭ টার সময় কুতুপালং সংলগ্ন পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। র‍্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য মাদক ব্যবসায়ীরা কুতুপালং এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করলে তারা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে র‍্যাব তাকে আটক করে। পরে তার ব্যাগ তল্লাশি করে মোট ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। আটক মাদক ব্যবসায়ীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।অপরদিকে একই দিন ৯৯০ পিস ইয়াবা নিয়ে রাজাপালং এলাকায় আরেক রোহিঙ্গা কে আটক করেছে র‍্যাব-১৫ এর চৌকষ অভিযানিক দল।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework