ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর ৫ জন নিহত, স্বজনদের কান্না

নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী,চট্টগ্রাম
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ এপ্রিল ৩০, ০২:৫৩ অপরাহ্ন

কক্সবাজারের ঈদগাহ এলাকায় বাস-মাইক্রো মুখামুখি সংঘর্ষে চট্টগ্রামের বাঁশখালীর ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে আরো অন্তত ১২ জন। হতাহতের খবর ছড়িয়ে পড়ায় স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে পুরো আকাশ।

জানা যায়, ২৯ এপ্রিল (সোমবার) বেলা সাড়ে ১১ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ের খোদাইবাড়ি এজি লুৎফুর কবির আদর্শ দাখিল মাদ্রাসা এলাকায় এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।

এই ঘটনায় নিহতরা হলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারচড়া ইউপির ইলশা গ্রামের মনির আহমেদের স্ত্রী হাফসা বেগম, খানখানাবাদ ইউপির কুফিয়া ডোংরা গ্রামের গোলাম সোবহানের ছেলে মোঃ দুলা মিয়া, বাহারচড়া ৭ নং ওয়ার্ডের ইলশা পুরাতন গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে আবু আহমদ, পশ্চিম ইলশার মৃত মাহবুবুল আলমের স্ত্রী মাহমুদা বেগম, ডোংরা চৌকিদার বাড়ির আব্দুল কুদ্দুসের স্ত্রী সায়রা খাতুন। নিহত সায়রা খাতুন এবং মাহমদা খাতুন পরস্পর মা-মেয়ে বলে জানিয়েছে স্বজনরা। মা- সায়রা খাতুনকে চোখের চিকিৎসা করাতে গিয়ে মা-মেয়ে দুজনেই প্রাণ হারিয়েছে।

এই ঘটনায় আহতরা হলেন- বাহারচড়া ৮ নং ওয়ার্ডের মৃত আকমল মিয়ার ছেলে আব্দুল মান্নান, একই ইউপির দক্ষিণ ইলশা ৫ নং ওয়ার্ডের মৃত আবু ছালেকের স্ত্রী ফাতেমা বেগম, খানখানাবাদ ইউপির ৪ নং ওয়ার্ডের মৃত দুদু মিয়ার ছেলে আব্দুর রশিদ, কাথরিয়া ২ নং ওয়ার্ডের মাতব্বর বাড়ীর  তৈয়ব আলীর স্ত্রী জাহানারা বেগম, ৩ নং ওয়ার্ড বাগমারা গ্রামের  আবুল খাইয়েরের ছেল রফিক আহমদ, একই এলাকার আব্দুল কায়ুম প্রঃ কায়ুম মিয়ার ছেলে নুরুল হোসেনসহ অন্তত ১২ জন আহত হয়েছে বলে জানা গেছে।

সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা তৎক্ষনাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকজুড়ে ছড়িয়ে পড়ায় বিষয়টি স্বজন নজরে আসে, এতে তাদের পরিবার ও স্বজনদের কান্নায় পুরো আকাশ ভারি হয়ে উঠেছে।

স্থানীয় ও নিহতদের পরিবার সুত্রে জানা যায়, কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালে চোখের চিকিৎসা করতে গিয়েছিলেন তারা। চিকিৎসা শেষে বাড়ী ফেরার পথে ঈদগাহ এলাকায় বাস-মাইক্রো মাখামাখি সংঘর্ষের ঘটনার শিকার হয়েছে বলে খবর পেয়েছি।

এবিষয়ে বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) সুধাংশু শেখের হালদারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এখনো পর্যন্ত এধরণের কোন মেসেজ আমরা পাইনি। তাই সঠিক ভাবে কোন কিছু বলা যাচ্ছেনা বলে জানান তিনি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework