ইয়াবাসহ কর্ণফুলী গ্যাসের সাবেক সিবিএ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২০ অক্টোবর ১৭, ০৯:৫৬ পূর্বাহ্ন
নগরীর পাঁচলাইশ থানাধীন কসমোপলিটন আবাসিক এলাকা থেকে ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের খালেদ সাইফুল্লাহ টিপু (৫৭) নামে এক কর্মচারী। শুক্রবার (১৬ অক্টোবর) ২৭ পিস ইয়াবাসহ পাঁচলাইশ থানা পুলিশের হাতে আটক হন খালেদ সাইফুল্ল্যাহ টিপু। খালেদ সাইফুল্লাহ টিপু ফেনী জেলার সোনাগাজী থানাধীন রাজাপুর এলাকার আবুল হোসেন কানুনগোর ছেলে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিক্রয় সহকারী। তিনি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাবেক সভাপতি বলে জানা গেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, কসমোপলিটন আবাসিক এলাকা থেকে ২৭ পিস ইয়াবাসহ খালেদ সাইফুল্লাহ টিপু নামে একজন আটক হয়েছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, খালেদ সাইফুল্লাহ টিপু ইয়াবার খুচরা বিক্রেতা। দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছেন তিনি।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework