চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৩নং ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্ব নেজামশাহ পাড়া এলাকায় অলিউল্লাহ নামের একটি জামে মসজিদ হতে যাচ্ছে। মসজিদের কাজের পূর্বে একটি টিউবওয়েল উপহার দিলেন রাজানগর ইসলামপুর সুন্নি ঐক্য পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্য সাহেবনগর প্রবাসী নুর নবী ও কাতার-সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় বাসিন্দা সালমা হুমাইদ খামিস।
বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) বিকাল ৪টায় উপহার দেওয়া টিউবওয়েলটি শুভ উদ্বোধন করেন রাজানগর ইসলামপুর সুন্নি ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন রাজানগর ইসলামপুর সুন্নি ঐক্য পরিষদের সভাপতি সংগঠক দিদারুল আলম, পরিষদের স্ট্যান্ডিং কমিটি'র সদস্য যুবনেতা এইচ এম শহিদুল্লাহ, এইচ এম তারেক হোসাইন, মুহাম্মদ হোসাইন, মাওলানা আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মুহাম্মদ আজিজুল হক, মসজিদ বাস্তবায়ন কমিটির সভাপতি নুর মোহাম্মদ তালুকদার, সহ-সভাপতি মুহাম্মদ বাচা মিয়া, সাধারণ সম্পাদক মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ সোলাইমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, প্রচার সম্পাদক কাজী জাবেদুল ইসলাম সাব্বির, সদস্য মাওলানা আজিজুল হক, ওসমান আলী, নাছের উদ্দিন প্রমুখ।
প্রবাসী মুহাম্মদ নুর নবী ও কাতার-সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় বাসিন্দা সালমা হুমাইদ খামিস এর যৌথ অর্থায়নে বেতছড়ি খাতিজাতুল খুবরা জামে মসজিদ, সাহেবনগর হাজী বাছন আলী জামে মসজিদ, রানীরহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা, রানীরহাট ডিগ্রি কলেজ, হযরত আহসানুল্লাহ জামে মসজিদ, ইসলামপুর তৈয়্যবিয়া তাহেরিয়া ছত্তারিয়া সুন্নিয়া মাদ্রাসা, লালানগর ভাঙ্গারপাড়া জামে মসজিদ, পূর্ব খিলমোগল জামে মসজিদ, মরিয়মনগর সওদাগরপাড়া জামে মসজিদ, বেওয়ারিস হাসপাতালে ওয়াটার কুলার স্থাপন করেছেন। এছাড়াও মগাইছড়ি বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুল, ইসলামপুর গুচ্ছগ্রাম জামে মসজিদ, ইসলামপুর পূর্ব নেজামশাহ অলিউল্লাহ জামে মসজিদে ব্যয়বহুল টিউবওয়েল স্থাপন করা হয়েছে।