ইরানের আনারস প্রতীককে হারিয়ে নাজিম উদ্দিন মুহুরীর মোটর সাইকেল প্রতীকের জয়

ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত : বুধবার, ২০২৪ মে ২২, ০৪:৩৩ অপরাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচন প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে উৎসব মূখর পরিবেশে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে। ফটিকছড়ির প্রতিটি কেন্দ্রের হিসাব মতে দেখা যায় এবারের ফটিকছড়ি উপজেলা নির্বাচনে সর্বমোট ভোট কাস্ট হয়েছে ২২ শতাংশ। ভোট গননা শেষে উপজেলা পরিষদের হল রুমে রাত সাড়ে ১১টায় ফলাফল ঘোষণা করেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ফটিকছড়ি উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী। তিনি মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৫৯ হাজার ১৬৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামিলীগের সদস্য বখতেয়ার সাঈদ ইরান পেয়েছেন ৪১ হাজার ৭৬৭ ভোট। 

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা ফটিকছড়ি পৌরসভা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন টিউবওয়েল প্রতীকে ৩২ হাজার ৮৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছালামত উল্লাহ শাহিন পেয়েছেন ২৯ হাজার ৮৬৭ ভোট। জাহেদ উল্লাহ কোরাইশি তালা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৩৭৯ ভোট।  ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মহিলা নেত্রী শারমিন আক্তার নুপুর ৫৪ হাজার ৮৫৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেবুন নাহার মুক্তা বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান তিনি পেয়েছেন ৪১ হাজার ৭৫ ভোট।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework