ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান: চট্টগ্রামে শ্রমিক কল্যাণ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ২৮, ০৬:০১ অপরাহ্ন

ইনসাফ প্রতিষ্ঠা হলে ইসলাম প্রতিষ্ঠিত হবে, সমাজ থেকে অন্যায়-অত্যাচার দূর হবে এবং শ্রমিকরা যথাযথ সম্মান ও অধিকার পাবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যক্ষ নুরুল আমিন। তিনি বলেছেন, "শ্রমিকরা আমাদের ভাই, তাদের ছোট করে দেখার কোনো সুযোগ নেই। সমাজে কোনো সংখ্যালঘু বিষয় থাকতে পারে না, সবাই সমান অধিকারী।" তিনি আরও উল্লেখ করেন, "এ দেশ সবার, আমরা সবাই ভাই-বোন।"

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ইউনুস কনভেনশন হলে ভূজপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যক্ষ নুরুল আমিন আরও বলেন, "শ্রমিক কল্যাণ ফেডারেশনকে সকল সদস্যের সন্তানদের পড়াশোনার সুযোগ করে দিতে হবে, কারণ শিক্ষার কোনো বিকল্প নেই। যত বেশি শিক্ষার হার বাড়বে, তত বেশি সমাজ থেকে অবিচার ও অন্ধকার দূর হবে।"

এ সময় ডা. এম এ আব্দুল জলিলের সভাপতিত্বে এবং এবিএম সিদ্দিকের সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইউছুপ বিন আবু বকর, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ, ভূজপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম, মাওলানা জাহাঙ্গীর আলম, মাস্টার নাজিম উদ্দীন, ইউছুপ বিন সিরাজ, আবু তাহের, নুর মুহাম্মদ আল কাদেরী, জিয়াউল হক জিয়া, শফিউল আলম নূরী, বদিউল আলম ফারুকী, এবং মাস্টার জাহাঙ্গীর আলমসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।

সম্মেলনের শেষাংশে ডা. এম এ আব্দুল জলিলকে সভাপতি এবং এবিএম সিদ্দিককে সাধারণ সম্পাদক করে ২০২৫ সালের জন্য ভূজপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework