আলহাজ্ব এম. এ রহিমের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ডিসেম্বর ০৩, ০৫:৩৩ অপরাহ্ন

পটিয়া উপজেলার আশিয়া আলহাজ্ব এস. এম নাছিমা বেগম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলহাজ্ব এম.এ রহিম'র ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার পবিত্র খতমে কুরআন ও খতমে গাউছিয়া শরীফের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসার সাবেক সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান বলেন, মরহুম আলহাজ্ব এম. এ রহিম শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না। তিনি দ্বীন, মিল্লাত ও মাজহাবের খেদমত করার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তিনি সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে নিজেকে মহান উচ্চতায় নিয়ে গেছেন।মাদ্রাসার সুপার মুহাম্মদ এরফানুল করীম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  সহ-সুপার মুহাম্মদ আবু ছরওয়ার,মাওলানা নুর মুহাম্মদ আলকাদেরী, মাওলানা জিয়াউল হক আনসারী, মাওলানা আনোয়ারুল আজীম, মাস্টার মহিউদ্দিন প্রমূখ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework