বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, "আমাকে বন্দী রাখা আয়নাঘর দেখে এসেছি, বর্তমান সরকার প্রধান ড. ইউনুস সাহেবের সাথে পরিদর্শনে যাওয়ার সুযোগ হয়েছে আমার। যেখানে আমাকে এক মাস আটকে রাখা হয়েছে। আশা করি, এই অন্যায়ের দ্রুত বিচারিক কার্যক্রম শুরু হবে। যারা আমার পরিবারকে অত্যাচার করেছিলো, তাদের বিচার শীঘ্রই শুরু হবে।"
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড গোদারপাড় দরবেশ হাটে আবদুল লতিফ প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী। উদ্বোধক ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি। বিদ্যালয়ের জমিদাতা ও সভাপতি এম এ লতিফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার, বিদ্যালয়ের উপদেষ্টা খালেদ বিন আবদুল কাদের বাচ্চু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান মাসুদ, ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি পিয়ারুল আলম তালুকদার, বিদ্যালয়ের সচিব মাস্টার হারুনুর রশিদ, মাওলানা আবু সৈয়দ, ওয়ার্ড বিএনপির সভাপতি এম এ বেলাল, বিএনপি নেতা আবদুল মান্নান কোম্পানি, আবদুল আলিম, জসিম উদ্দিন, সৈয়দ মিয়া তালুকদার, নাসের আহমদ, ফরিদ আহমদ প্রমুখ।
আলোচনার আগে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পরে ফিতা কেটে বিদ্যালয় উদ্বোধন করেন অতিথিরা।
উল্লেখ্য, গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার চাহিদা মেটানোর জন্য পাহাড়-নদী তীরবর্তী এলাকায় প্রাথমিক শিক্ষাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এম এ লতিফ ফাউন্ডেশনের অর্থায়নে নিজাম উদ্দিন তালুকদারের পরিচালনায় নিজস্ব ভূমি ও অবকাঠামোর উপর নবনির্মিত আবদুল লতিফ প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এর আগে এই গ্রামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। বিশাল জনগোষ্ঠীর এই এলাকার শিক্ষার্থীরা নদী পার হয়ে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে আসছিলেন। বর্ষাকালে নদীর পানি বেড়ে গেলে তাদের স্কুলে যাতায়াত বন্ধ হয়ে যেতো। অবশেষে এই এলাকায় নতুন স্কুল হওয়ায় শিক্ষার্থীদের এই অসুবিধা আর থাকবে না।