আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস)-এর সহ-সভাপতি, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি ইকবাল বাহারের পিতা হাজী আব্দুর রহিম সওদাগরের মৃত্যুর মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর আনোয়ারা সাংবাদিক সমিতির কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আবরারুল হক।
আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি এনামুল হক নাবিদের সভাপতিত্বে এবং ফরহাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহেদুল হক, সাংবাদিক মুনির চৌধুরী, দৈনিক পূর্বকোণ প্রতিনিধি হুমায়ুন কবির সুমন শাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা আশরাফ উদ্দীন চৌধুরী কুসুম, পেশাজীবী নেতা আব্দুস সবুর, আনোয়ারা সাংবাদিক সমিতির সহ-সভাপতি ইকবাল বাহার, সাংগঠনিক সম্পাদক জাহিদ হৃদয়, অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ, সাংবাদিক নেজাম উদ্দীন, সাংবাদিক সাইদুর রহমান রনিসহ আনোয়ারায় কর্মরত সাংবাদিক ও মরহুমের স্বজনরা।