বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, বিগত ১৬ বছরে আওয়ামীলীগ দেশকে লুঠপাটে রাজ্যে পরিণত করেছে। আনোয়ারাকে লুটপাটের স্বর্গরাজ্য করেছে। আগামীতে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে এবং বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বুধবার (১ জানুয়ারি) দুপুরে সরকার হাট এলাকায় একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনোয়ারা উপজেলা ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় দক্ষিণ জেলা ছাত্রদল নেতা অহিদুল ইসলামের সভাপতিত্বে ইকবাল হোসাইন জুয়েলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শফিউল আলম চৌধুরী জকু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুর উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মঈন চৌধুরী ছোটন, সাবেক আনোয়ারা উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফারুকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে বর্ণাঢ্য বরুমছড়া রাস্তার মাথা থেকে এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।