আনোয়ারায় কোন দ্বৈতশাসন চলবে না : এমপি জাবেদ

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা
প্রকাশিত : শনিবার, ২০২৪ মার্চ ৩০, ১০:২৫ পূর্বাহ্ন

ভূমি মন্ত্রণালয়  সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আমি এই এলাকার জনগনের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। আমি আনোয়ারা কর্ণফুলী  মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা অতীতে আমার বাবাকে যেভাবে বার বার নির্বাচিত করেছে তেমনি একটানা তারা আমাকে চার বার নির্বাচিত করেছে। আমি এই এলাকার মানুষের ভাল মন্দ সুখ দুঃখ দেখার আমার সাংবিধানিক অধিকার।  এখানে এসে কেউ দুর্বিত্তায়ন করতে চাইলে কঠোরভাবে দমন করা হবে।

আনোয়ারার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কথা টেনে তিনি বলেন, আমি বিগত দশ বছরে কোন অন্যায়কারীকে প্রশ্রয় দিই নাই। অতীতে যারা থানার দালালি করেছে দলের এবং বিরোধী দলের লোকদের অহেতুক মামলা হামলা করে অশান্তি সৃষ্টি করেছে তাদের কে আমি রাজনৈতিক মাঠ থেকে দূরে রেখেছি। তাদের দূরে রাখার কারণে আনোয়ারায় শান্তি রাখতে পেরেছি। আজকে তারা আবারও মাথা নাড়া দিয়ে ওঠছে।

শুক্রবার (২৮ মার্চ) উপজেলা প্রশাসন কর্তৃক আনোয়ারায় অগ্নিকান্ড ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জরি অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

এসময় তিনি উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেন আগামীতে কোন কেউ সভা সমাবেশ করতে চাইলে এক সপ্তাহ আগে অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কাওকে কোন করতে না দিতে সমাবেশ  পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ইশতিয়াক ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ স্থানীয় আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি ক্ষতিগ্রস্তদের হাতে অর্থ ঢেউটিন তুলে দেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework