আনোয়ারায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা
প্রকাশিত : রবিবার, ২০২৪ এপ্রিল ২৮, ০৭:২৩ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ রায়হান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার ( ২৮ এপ্রিল) দুপুর ১২ টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড গহিরা বার আউলিয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মোহাম্মদ রায়হান ঐ এলাকার আবদুস সবুর এর ছেলে । নিহতের চাচা শওকত হোসেন বলেন , খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যাই। খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়ির পাশে পুকুরে খোঁজার পর তাকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে আনুমানিক ১৫ মিনিটে পানিতে ছিলো বলে জানান তিনি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, তিনবছর বয়সী এক শিশুকে আনা হয় । সাথে সাথে অক্সিজেন সাপোর্ট দিয়ে চিকিৎসা শুরু করা হয় । কিন্তু জীবনের কোন লক্ষণ না থাকায় ইসিজি পরীক্ষার পর নিশ্চিত করা হয় যে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework