আগ্রাবাদ বিদ্যুৎ ভবনে নিরাপত্তা জোরদারে চিঠি

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২০ ডিসেম্বর ২৪, ০১:৩৯ অপরাহ্ন
সন্ধ্যার পর আগ্রাবাদ বিদ্যুৎ ভবনে বখাটের আনাগোনা ঠেকাতে নিরাপত্তা জোরদার করতে পুলিশের কাছে চিঠি দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল থেকে এ চিঠি দেওয়া হয়। বিদ্যুৎ ভবন সূত্র জানায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের প্রধান অফিস আগ্রাবাদ বিদ্যুৎ ভবন। সন্ধ্যার পর থেকে ভবনের ভেতরে খোলা মাঠে বখাটেদের আনোগোনা বেড়ে যায়। দীর্ঘক্ষণ আড্ডা দেওয়া, ধূমপান করা ও মোটরসাইকেলের হর্ন বাজানো- সব মিলিয়ে ভীতিকর পরিবেশ বিরাজ করে বিদ্যুৎ অফিস চত্বরে। এখানে তাদের যেসব নিজস্ব সিকিউরিটি গার্ড রয়েছে, তারা নিরস্ত্র। তাই বাধা দিলেও তাদের কথা শুনে না বখাটেরা। উল্টো তাদের সঙ্গে কথা কাটাকাটি ও সিকিউরিটি গার্ডদের মারধরের ঘটনাও ঘটেছে। এসব কর্মকাণ্ড বন্ধ করতে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন জানানো হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী শামসুল আলম বলেন, বিদ্যুৎ ভবনে এলাকার ছেলেরা ঢুকে আড্ডা দেয়। এসব বন্ধে বিদ্যুৎ ভবনে নিরাপত্তা জোরদার করতে পুলিশের কাছে চিঠি দিয়েছি।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework