আগুনে কলোনির ১৫টি ঘর পুড়লে ও অক্ষত পবিত্র কোরআন শরিফ!

নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী
প্রকাশিত : শনিবার, ২০২৪ মার্চ ০৯, ০৩:২১ অপরাহ্ন

হাটহাজারী পৌরসভার শাহজালাল পাড়াস্থ ইব্রাহিমের কলোনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেলো পুড়েনি পবিত্র কোরআন শরিফ।

 শুক্রবার (৮ মার্চ) ভোরের দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় নিঃস্ব হয়ে যাওয়াদের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০ লক্ষাধিক টাকা হবে বলে ধারনা করছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে বৈদ্যূতিক শর্ট সার্কেট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ওই কলোনির বাসিন্দা ফাতেমা বেগম, শহরবানু, মো.মঞ্জু, পান্না, মো.সুমন, আকতার হোসেন, মো.নুরমিয়া, মো.নাছির উদ্দীন, আকলিমা, মো.আলী, মো. ওসমান, মো.ওয়াসিম, মো.শাহআলম ও মো.নাছিরসহ ১৪ টি পরিবারেরসহ অন্তত ১৭ টি বসতঘর, ঘরে রক্ষিত যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে দ্রুত হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে।

ক্ষতিগ্রস্ত কলোনীর মালিক ইব্রাহিম জানান, এ ঘটনায় আমার অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওযার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিযন্ত্রণে আনায় আশপাশের আরো অনেক পরিবারের ঘরবাড়ি রক্ষা করা সম্ভব হয়েছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান শুক্রবার বেলা সাড়ে দশটার দিকে জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিদূর্গতদের সাহায্য সহযোগিতা করা হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework