অনুমোদিত কমিটিকে বাধা, সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝাড়লেন সভাপতি

আ.ন.ম সেলিম উদ্দিন, পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ মে ১৯, ০৫:৪০ অপরাহ্ন

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আদেশ না মানার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর মো. আবদুস ছত্তার মিয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা মোহাম্মদ হারুনকে সভাপতি করে পটিয়া উপজেলার রসিদাবাদ মোহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, মাদ্রাসা সুপার ও সাবেক কমিটির সদস্যরা এডহক কমিটিকে দায়িত্ব পালনে বাধা দিচ্ছেন।

এ বিষয়ে সংবাদ সম্মেলন করে সভাপতি মোহাম্মদ হারুন বলেন, “শিক্ষা বোর্ডের আদেশপত্রের একটি কপি মাদ্রাসার সুপার মাওলানা মোজাম্মেল হককে কয়েকদিন আগে জমা দিয়ে নিয়ম মোতাবেক কমিটির মিটিং ডাকার অনুরোধ করেছি। কিন্তু তিনি তা না করে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন।”

তিনি আরও অভিযোগ করেন, “বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মাদ্রাসাটিকে সাবেক কমিটির সদস্যরা জিম্মি করে রেখেছিলেন। সেই সময়ে মাদ্রাসার নানা অনিয়ম-দুর্নীতির সঙ্গে সুপার মৌলানা মোজাম্মেল হক জড়িত ছিলেন। এখন এসব দুর্নীতির তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আমাকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছে। শিক্ষা বোর্ডের আদেশ অমান্য করায় এডহক কমিটিকে সহযোগিতা না করার ফলে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।”

রবিবার পটিয়া সদরে মাদ্রাসার অভিভাবক ও সচেতন এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাদ্রাসার অভিভাবক সদস্য মো. মহিউদ্দীন, পটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দীন আহমদ, সদস্য মাহবুবুর রহমান, শোভনদণ্ডী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মুন্সি মিয়া টিপু, মো. মামুন এবং সাবেক ছাত্রদল নেতা মাঈনুদ্দীন হাসান তুষার।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মাদ্রাসার সুপার বলেন, “পারিবারিক অসুবিধার কারণে আমি সময়মতো এডহক কমিটির সভা আহ্বান করতে পারিনি, যা আমি সবাইকে জানিয়েছি।”


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework