অনন্যা আবাসিক এলাকার সড়কের পাশ থেকে উদ্ধার কলেজ ছাত্রের লাশ


প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ফেব্রুয়ারী ২৭, ০৭:২৪ অপরাহ্ন

 

চট্টগ্রাম নগরের চাদগাঁও থানাধীন অনন্যা আবাসিক এলাকা থেকে শাওন বড়ুয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালের দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ২৪ বছর বয়সী শাওন বড়ুয়া ওমরগণি এমইএস কলেজের বিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। পাশাপাশি তিনি ফটোগ্রাফি করতেন।

শাওনের বাড়ি সাতকানিয়া উপজেলার শৌলঘাটা গ্রামে, বাবার নাম টিপু বড়ুয়া।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৯৯৯ নম্বরের মাধ্যমে সকালে পুলিশ জানতে পারে, অনন্যা আবাসিক এলাকায় সড়কের পাশে এক যুবকের মৃতদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পরিচয় নিশ্চিত করে।

পুলিশ কর্মকর্তা ছবেদ বলেন, “ছুরিকাঘাতে এ যুবককে খুন করা হয়েছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের জখম আছে।

“মৃতদেহের কাছেই তার মোটর সাইকেল, মানিব্যাগ ও মোবাইল ফোন পড়ে ছিল। সেগুলোর মাধ্যমে যুবকের পরিচয় নিশ্চিত করা হয়।”

পরিবারের সদস্যদের বরাত দিয়ে এ পুলিশ পরিদর্শক জানান, পড়াশোনার পাশাপাশি শাওন বিভিন্ন স্থানে ফটোগ্রাফি করতেন। নগরীর বহদ্দারহাট এলাকায় এক নিকটাত্মীয়র বাসায় থাকতেন। তার মা-বাবা থাকেন গ্রামের বাড়িতে।

পুলিশ কর্মকর্তা ছবেদ বলেন, অনুষ্ঠানে যাওয়ার কথা বলে সোমবার বাসা থেকে শাওন বের হয়েছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে ধারণা দিতে পারেননি তারা।

“হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework