১৪ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে জিতল আর্সেনাল

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২০ নভেম্বর ০২, ১১:০৪ পূর্বাহ্ন
অবশেষে ১৪ বছরের অপেক্ষার অবসান হলো আর্সেনালের। ২০০৬ সালের পর ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথমবার ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে জিতেছে গানাররা। দ্বিতীয়ার্ধে পিয়েরে-এমেরিক অউবামেয়াংয়ের পেনাল্টি কিকে ইউনাইটেডকে তাদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ১-০ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। দু’দলের সবচেয়ে বড় প্রতিযোগিতাটিতে ম্যাচের ৬৮তম মিনিটে হেক্টর বেলেরিনকে ফাউল করে বসেন পল পগবা। পরের মিনিটে স্পট-কিক থেকে ইউনাইটেডের স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে বোকা বানান অউবামেয়াং। এরপর ম্যাচে ফিরতে চেষ্টার কমতি রাখেনি ওলে গানার সুলশারের শিষ্যরা। ডোনি ফন ডি বিকের ক্রস শট আর্সেনালের মিশরীয় মিডফিল্ডার মোহাম্মদ এলেনি ফ্লিক অফ না করলে সমতায় ফিরতে পারতে রেড ডেভিলরা। এই জয়ে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে আছে আর্সেনাল। ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework