১২ মিনিটে এমবাপের হ্যাটট্রিক, থামলেন পাঁচ গোল দিয়ে

১২ মিনিটে এমবাপের হ্যাটট্রিক, থামলেন পাঁচ গোল দিয়ে
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৩ জানুয়ারী ২৪, ০২:৩১ অপরাহ্ন

ফরাসি লিগে পেইস দে কাসেলকে পেয়ে রীতিমতো ছেলে খেলায় মাতলো পিএসজি। এদিন মাঠজুড়ে একাই দাঁপিয়ে বেড়ালেন কিলিয়ান এমবাপে। এখানেই শেষ নয়, পিএসজির হয়ে গড়লে নয়া এক রেকর্ডও।

প্রথমার্ধে বলা মাঠে গড়ানোর পর মাত্র ১২ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করেছেন বিশ্বকাপের ফাইনাল কাঁপানো এই ফরোয়ার্ড।

প্রথম গোলটি করে ২৯ মিনিটে। এরপর দ্বিতীয় গোলটি আসে ৩৫ মিনিটে এবং হ্যাটট্রিক গোলটি করেন ৪০ মিনিটে। 

তবে এতো কিছুর পরও থেমে থাকেননি দ্রুততম এই ফুটবলার। পে দে কাসেলের জালে এরপরও জড়িয়েছেন আরও দুই গোল। ম্যাচ শেষে তার গোল সংখ্যা দাঁড়ায় পাঁচ। বাকি দুটো গোল করেছেন ৫৬ ও ৭৯ মিনিটে। প্রতিযোগিতামূলক ম্যাচে পিএসজিতে পাঁচ গোল করা প্রথম খেলোয়াড় তিনি।

আরও পড়ুন: আর্জেন্টিনাকে ৩-১ গোলো হারালো ব্রাজিল

গতকাল পুঁচকে প্রতিপক্ষ পেয়েও শক্তিশালী দলটি নামিয়েছিলেন কোচ। ছিলেন নেইমার, হাকিমিরাও। শুধু বিশ্রাম দেওয়া হয়েছিল বিশ্বকাপ জয়ী মেসিকে। 

এদিন এমবাপের দুই গোলের মাঝখানে ৩৩ মিনিটে একটি গোল করেন নেইমার। আর ৬৪ মিনিটে একটি গোল করেন সোলার। ম্যাচ শেষে পিএসজি মাঠ ছাড়ে ৭-০ ব্যবধানের জয় নিয়ে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework