সাবিনাদের মাসে ৫০ হাজার টাকা সম্মানী দেবে সাউথইস্ট ব্যাংক

খেলা ডেক্স | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২২ সেপ্টেম্বর ২১, ০৩:৪৫ অপরাহ্ন

অনূর্ধ্ব ১৯ নারী সাফ জয়ী দলের সদস্যদের ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি মাসে সম্মানী দেওয়ার ঘোষণা দিয়েছে দেশের বেসরকারি সাউথইস্ট ব্যাংক।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ব্যাংকটির চেয়ারম্যান আলমগীর কবির এ সম্মানী দিতে প্রধানমন্ত্রীর অনুমতি প্রার্থনা করেছেন।

ব্যাংকটির সূত্র জানায়, দেশের এই গৌরব অর্জনে ব্যাংকটি জয়ীদের সংবর্ধনা ও আর্থিক সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলকে উৎসাহ ও সামনে আরও ভালো খেলে দেশকে এগিয়ে নিতে সন্মানীর এ অর্থ প্রধানমন্ত্রীকে হস্তান্তরের অনুরোধ করা হয়েছে।

সম্মানী হিসেবে দলে প্রত্যেকে খেলোয়াড়কে আগামী দুই বছর প্রতি মাসে ৫০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে তার উপস্থিতিতে সম্মানী এই টাকা হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: মুখ মিষ্টি করে ছাদখোলা বাসে শহর ঘুরবে সাফ চ্যাম্পিয়নরা

প্রসঙ্গত, দেশের ফুটবলে নতুন ইতিহাস লিখেছে নারী দল। স্বাগতিক নেপালকে কাঁদিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের শিরোপা জিতে নিয়েছে সাবিনা খাতুনের দল। সোমবার বিকেলে নেপালের দশরথ স্টেডিয়ামে নেপালকে ৩-১ গোলে বিধ্বস্ত করে তারা এই গৌরব অর্জন করে। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework