বোলিংয়ে বাংলাদেশ, চমক ইয়াসিরের অভিষেক

স্পোর্টস ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২২ ফেব্রুয়ারী ২৩, ১১:৫৫ পূর্বাহ্ন

আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ দল। বুধবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রায় সাত মাস পর ওয়ানডে ক্রিকেট খেলতে নামছে টাইগাররা। এদিন সাগরিকায় টস করতে নামেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল ও আফগান দলপতি হাসমতুল্লাহ শহিদী। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান দলপতি হাসমতুল্লাহ শহিদী। টাইগারদের প্রথম ওয়ানডের দলে চমক আছে একটি। টাইগার একাদশে সুযোগ পেয়েছেন ইয়াসির আলী রাব্বী। মিডল অর্ডারে পাঁচ নম্বর পজিশনে অভিষিক্ত রাব্বীকে খেলাবে বাংলাদেশ দল।

আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াচ্ছে আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি)। সিরিজের বাকি দুই ম্যাচ ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। সব ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিং নিয়েছে আফগানিস্তান। বাংলাদেশ দলে চমক আছে একটি অভিষেক  হচ্ছে  মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী রাব্বীর।

সিরিজ শুরুর আগের দিন মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেন, আফগানিস্তান দলে ভালো স্পিনার থাকলেও তাদের বিপক্ষে ভালো খেলার অভিজ্ঞতা রয়েছে। জয় দিয়ে সিরিজ শুরু করতে চাই।

টিম টাইগার্স অধিনায়ক বলেন, গত জুলাইয়ে আমরা সবশেষ ওয়ানডে খেলেছিলাম। সবাই রোমাঞ্চিত। নিশ্চয়ই এটা আমাদের প্রিয় ফরম্যাট। চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। আশা করছি, ভালো শুরু পাব।

তিনটি ম্যাচের সবকটিতে জিতে ওয়ানডে সুপার লিগের পূর্ণ পয়েন্ট পেতে চায় বাংলাদেশ। তবে আপাতত লক্ষ্য শুরুটা ভালো করা। তামিম বলেন, ৩-০ এখনো অনেক দূরের ব্যাপার। সিরিজের প্রথম ম্যাচ কীভাবে শুরু করি এটা বেশি গুরুত্বপূর্ণ। দূরেরটা চিন্তা না করে আমরা আগে কাল শুরু করি।

এদিকে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরছেন তামিম ইকবালও। বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে গত জুলাইয়ে, জিম্বাবুয়ের মাটিতে। এরপর তামিমেরও আর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি। প্রত্যাবর্তনের ম্যাচে তাই ভালো করার দিকে তীক্ষ্ণদৃষ্টি তার।

এদিকে সিরিজটি সুপার লিগের অংশ হওয়ায় বাড়তি গুরুত্ব থাকছে। এ ছাড়া আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজটি ২-১ ব্যবধানে জিতলেই বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে যাবে তামিম ইকবালের দল। পাশাপাশি রশিদ-নবিদের হোয়াইটওয়াশ করতে পারলে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়েও উন্নতি হবে টাইগারদের।

বিশ্বকাপ সুপার লিগে ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ওডিআইয়ের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ১২ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই আছে লাল-সবুজ বাহিনী। এ ছাড়া বাংলাদেশের সমান ১২ ম্যাচ খেলে ৭৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে এশিয়ার পরাশক্তি ভারত।

আফগানিস্তানের বিপক্ষে অন্তত দুই ম্যাচ জিতলেই ২০ পয়েন্ট পাবে বাংলাদেশ। সেক্ষেত্রে ১০০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে টপকে শীর্ষে উঠবে টাইগাররা। আর তিন ম্যাচ সিরিজের সবকটিতে জিতলে ১১০ পয়েন্ট নিয়ে আরও এগিয়ে যাবে তামিম বাহিনী।

দুই দলের একাদশ

বাংলাদেশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমাদজাই, ফজল হক ফারুকি ।

 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework