নারী আইপিএলের তৃতীয় শিরোপা জিতল সুপারনোভা


প্রকাশিত : রবিবার, ২০২২ মে ২৯, ০৩:৪৮ অপরাহ্ন

নারী আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের শিরোপা জিতেছে সুপারনোভা। এ নিয়ে টানা তৃতীয়বার এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে দলটি।


শনিবার রাতে দীপ্তি শর্মার ভেলোসিটিকে ৪ রানে হারিয়ে শিরোপা জেতে হারমানপ্রিত কৌরের দল সুপারনোভা। ম্যাচ ও সিরিজ সেরা দুই পুরস্কারই জিতেছেন দিয়েন্দ্রা ডটিন। টুর্নামেন্টে ব্যাট হাতে ১০০ রান করার পাশাপাশি বল হাতে ৪ উইকেট নেন তিনি।  

পুনেতে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভেলোসিটি। ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় সুপারনোভা। ৭৩ রানের জুটি গড়েন প্রিয়া পুনিয়া ও দিয়েন্দ্রা ডটিন। ২৯ বলে ২৮ রান করে পুনিয়া ফিরলে এই জুটি ভাঙে।  

এরপর অধিনায়ক হারমনপ্রিত কৌর সঙ্গী হন ডটিনের। ২৯ বলে ৪৩ রান করে হারমনপ্রিত ও ৪ চার ও ১ ছক্কায় ৪৪ বলে ৬২ রান করে সাজঘরে ফেরত যান ডটিন। তাদের বিদায়ের পরই ভেঙে পড়ে সুপারনোভার ব্যাটিং।  

শেষ অবধি সাত উইকেট হারিয়ে ১৬৫ রানে থামে তাদের ইনিংস। ভেলোসিটির পক্ষে ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন কেট ক্রস, সমান সংখ্যক ওভারে ২০ রান দিয়ে দুই উইকেট নেন দীপ্তি শর্মাও। এছাড়া দুই উইকেট পেয়েছেন সিমরান বাহাদুরও।  

জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পড়ে ভেলোসেটি। ৩৮ রানে তারা হারিয়ে ফেলে ৪ উইকেট। দলের পক্ষে একাই লড়াই করেন লাওরা উলভারেট, ৫ চার ও ৩ ছক্কায় ৪০ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন তিনি। শেষদিকে ১০ বলে ২০ রান আসে সিমরান বাহাদুরের ব্যাটেও।  

কিন্তু নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬১ রানে বেশি করতে পারেনি ভেলোসিটি। সুপারনোভার পক্ষে ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন আলানা কিং।  


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework