দিনের শুরুতেই শেষ বাংলাদেশ, সিরিজ দ.আফ্রিকার

স্পোর্টস ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ এপ্রিল ১১, ০৩:৪৮ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের বড় ব্যবধানে হারার পর দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছিলেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। কিন্তু কাজের কাজ করতে পারলেন না কিছুই।

৩৩২ রানের বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ। ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।  
বিশাল লক্ষ্য তাড়ায় চতুর্থ দিনে পোর্ট এলিজাবেথে ২৭ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। কিন্তু দিনের শুরুটা খুব বাজেভাবেই করেছে মুমিনুলবাহিনী। এদিন কেশভ মহারাজের প্রথম ওভারেই উইকেট বিলিয়ে দেন মুশফিকুর রহিম। ৮ বলে ১ রান বিদায় নেন তিনি।

ব্যাট হাতে থিতু হতে পারেননি মুমিনুলও। মহারাজের বলেই সুইপ করার চেষ্টায় সহজ ক‍্যাচ দিয়ে ৫ রানে ফিরলেন টাইগার অধিনায়ক। তার সঙ্গী হলেন ইয়াসির আলিও। ক্রিজে নেমেই হার্মারের বলে উইকেট হারান তিনি। এরপর থিতু হয়ে থাকা লিটন দাসও মহারাজের বলে উইকেট হারান। ৩৩ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন তিনি।

মহারাজের স্পিন ঘূর্ণিতে বেশিক্ষণ টিকতে পারেননি মিরাজও। দিনের ২৩তম ওভারে উইটেকটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ২০ রানে বিদায় নেন তিনি। একই ওভারের শেষ বলে খালেদও আহমেদ ফিরেন এলবিডব্লিউ হয়ে। পরের ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউ হয়ে তাইজুল বিদায় নিলে বাংলাদেশ গুটিয়ে যায় ৮০ রানে। গত টেস্টের মতো এই টেস্টেও বড় ব্যবধানে হার দেখে সফরকারীরা।  

দক্ষিণ আফ্রিকার হয়ে একাই ৭ উইকেট তুলে নেন কেশভ মহারাজ। বাকি ৩ উইকেট শিকার করেন হার্মার।

এর আগে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে চার ব্যাটারের ফিফটিতে ভর করে সব উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের সংগ্রহ দাঁড়ায় ৪৫৩ রান। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৮৪ রান আসে মহারাজের ব্যাট থেকে। বল হাতে বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম একাই নেন ৬ উইকেট। ৩ উইকেট নেন পেসার খালেদ আহমেদ।  

জবাবে প্রথম ইনিংসে ২১৭ রানেই সবগুলো উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর টাইগারদের ফলোঅনে না ফেলে দ্বিতীয়বারের মতো ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলতেই ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। ফলে তাদের লিড দাঁড়ায় ৪১২ রানের। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১৩ রানের। সেই লক্ষ্য তাড়ায় চতুর্থ দিনে মাঠে নেমেই ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework