কিরগিজস্থানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ মার্চ ২৩, ০৯:০১ অপরাহ্ন
কিরগিজস্থানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা নেপালে শুভ সূচনা করল বাংলাদেশ। মঙ্গলবার (২৩ মার্চ) উদ্বোধনী ম্যাচে কিরগিজস্থান অলিম্পিক দলকে ১-০ গোলে হারিয়েছে জেমি শিষ্যরা। আত্মঘাতী গোল করেছেন কিরগিজ ডিফেন্ডার কুমারবাজ। ম্যাচের শুরুতেই একটু ধাক্কা খায় বাংলাদেশের সমর্থকরা। ভ্রমণ ক্লান্তি দূর না হওয়ায় একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া। আর্মব্যান্ড সদ্য বিবাহিত সোহেল রানার হাতে, আর অভিষেক হয় তিন জনের। তবে, ম্যাচ শুরু হতে জামাল ভুঁইয়ার অভাব খুব একটা বোধ করেনি বাংলাদেশ। মধ্যমাঠে বল দখলে রেখে একের পর এক আক্রমণে উঠে জেমি বাহিনী। ৩০ মিনিটে ভাঙে ডেডলক। সাদ উদ্দিনের ক্রসে পা ছুঁইয়ে নিজেদের জালে বল ঠেলে দেন কিরগিজস্থানের ডিফেন্ডার কুমারবাজ উদ্দিন। এগিয়ে যায় বাংলাদেশ। গোল খেয়ে আক্রমণে গতি আনে কিরগজরা। কিন্তু জিকোকে বোকা বানাতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন জেবি সিক্স, আক্রমণের কৌশল বদলায় বাংলাদেশ। কিন্তু, এরপর আর কোনো গোল পায়নি কেউই। ন্যূনতম ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জামাল বাহিনী।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework