আফগানিস্তান সিরিজে থাকছে ডিআরএস

স্পোর্টস ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ ফেব্রুয়ারী ২১, ০৩:১২ অপরাহ্ন

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তানের মধ্যকার সীমিত ওভারের সিরিজে থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


রবিবার (২০ ফেব্রুয়ারি) সিরিজের স্পন্সরশিপ ঘোষণার অনুষ্ঠানে ডিআরএস থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই ব্যবহার করা হবে ক্রিকেটের অত্যাধুনিক এই প্রযুক্তি।

টিটু বলেন, ‘হ্যাঁ, ডিআরএস নিয়ে সিদ্ধান্ত হয়েছে। বিপিএলের শেষাংশ থেকেই ডিআরএস থাকার কথা ছিল। আমাদের যন্ত্রাংশ সব ছিল, তবে যারা ডিআরএস পরিচালনা করে তারা উপস্থিত হতে পারেনি। তবে আফগানিস্তান সিরিজে সবাই চলে আসবে এবং চট্টগ্রাম (ওয়ানডে সিরিজ) থেকেই ডিআরএসের ব্যবহার দেখা যাবে।’

ওয়ানডে সুপার লিগের তিনটি ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত। তাই এই সিরিজে ডিআরএসের ব্যবহার অত্যন্ত জরুরী।

স্পন্সরশিপ ঘোষণার অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ইস্পাহানী। সাথে থাকছে ওয়ালটনও, সিরিজের নাম হবে ইস্পাহানী বাংলাদেশ বনাম আফগানিস্তান ক্রিকেট সিরিজ ২০২২, পাওয়ার্ড বাই ওয়ালটন।

একনজরে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের সূচি

তারিখ ম্যাচ ম্যাচ শুরুর সময় ভেন্যু
২৩ ফেব্রুয়ারি ২০২২ ১ম ওয়ানডে বেলা ১১টা চট্টগ্রাম
২৫ ফেব্রুয়ারি ২০২২ ২য় ওয়ানডে বেলা ১১টা চট্টগ্রাম
২৮ ফেব্রুয়ারি ২০২২ ৩য় ওয়ানডে বেলা ১১টা চট্টগ্রাম
৩ মার্চ ২০২২ ১ম টি-টোয়েন্টি দুপুর ৩টা ঢাকা
৫ মার্চ ২০২২ ২য় টি-টোয়েন্টি দুপুর ৩টা ঢাকা

 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework